Story Behind a Photo 1
September 25, 2017
আপনি যদি ফটোগ্রাফি নিয়ে সিরিয়াস হন তবে আপনার ব্যাগে সবসময় একটা ক্যামেরা থাকা দরকার। যে কোন পরিস্থিতিতে ভালো ছবি তুলতে পারতে হবে। এটা বেশ প্রাকটিসের একটা ব্যাপার। আশেপাশের অবস্থাকে কাজে লাগিয়ে পরিস্থিতিকে আপনার অনুকুলে আনতে হবে। এক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনিয় বিষয়টি হলো আলো। আপনি যদি আলোকে বুঝতে পারেন তবে বেশির ভাগ কাজই শেষ।